চার ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিতের নোটিশ

২৩ আগষ্ট, ২০২১ ১৩:৩২  
অভিযোগ বিষয়ে ব্যাখ্যা চেয়ে চার সদস্য প্রতিষ্ঠানকে সদস্যপদ স্থগিতের নোটিশ দিয়েছে ই-কমার্স ব্যাবসায়ীদের জাতীয় বাণিজ্যিক সংগঠন ই-ক্যাব। প্রতিষ্ঠানগুলো হলো- টুয়েন্টিফোর টিকেটি. ডট কম, গ্রীণ বাংলা ই-কমার্স লিমিডেট, এক্সিলেন্ট ওয়ার্ল্ড এ্যাগ্রো ফুড এন্ড কনজ্যুমার লি: এবং  ই-অরেঞ্জ ডট কম। এর মধ্যে টুয়েন্টিফোর টিকেটি. ডট কম এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও লাপাত্তা হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।  গ্রীণ বাংলা ই-কমার্স লিমিডেট এবং এক্সিলেন্ট ওয়ার্ল্ড এ্যাগ্রো ফুড এন্ড কনজ্যুমার লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ এমএলএম ব্যবসা করারা। অপরদিকে প্রতারণা, পণ্য ডেলিভারী না দেয়া, এবং মালিকানা পরিবর্তন সংক্রান্ত পূর্ণ তথ্য না দেয়ার অভিযোগ উঠেছে  ই-অরেঞ্জ ডট কমের বিরুদ্ধে। উত্থাপিত অভিযোগের বিষয়ে ১৫ দিনের মধ্যে ব্যাখা চেয়ে এসব প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে ই-ক্যাব। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের মাত্রা ও জবাবের উপর নির্ভর করবে তাদের সদস্যপদ স্থগিত কিংবা বাতিল কিংবা সদস্যপদ বহাল থাকবে কি না। সূত্রমতে, গত ১৮ জুলাই ই-ক্যাবের কার্যকরি পরিষদ সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনীত অভিযোগ ও তা বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেয়া হয়। তারপর বিশদ পর্যালোচনা শেষে গত ২২ আগষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি পাঠায় ই-ক্যাব প্রতিষ্ঠানগুলোকে ১৫ দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়। প্রাথমিক ভাবে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ১৬ টি প্রতিষ্ঠানের নাম আসে। সাধারণ অভিযোগ ও অভিযোগের নিষ্পত্তির কারণে প্রিয়শপ, রোকা ইন্টারন্যাশনাল এবং শপফ্রন্ট নামে দুটি প্রতিষ্ঠানের নাম বাদ দিয়ে ১৩টি প্রতিষ্ঠানের বিষয়ে প্রাথমিক তদন্ত করে ই-ক্যাব। এর মধ্যে প্রাথমিকভাবে ৪টি প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করা হয়েছে। অন্য আরো ৯টি প্রতিষ্ঠান তাদের বিষয়ে আনীত অভিযোগ অস্বীকার করে পত্র দিয়েছে এবং ডিজিটাল কমার্স নীতিমালা মেনে চলার লিখিত প্রতিশ্রুতি দিয়েছে। তাই প্রতিষ্ঠানগুলোকে আপাতত পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে এবং কারো কারো বিষয়ে অধিকতর তদন্ত চলছে।